উদ্যোগ

সেভেন রিংস সিমেন্টকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন দেবে ব্র্যাক ব্যাংক

ক.বি.ডেস্ক: বাংলাদেশের সিমেন্ট শিল্পের ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্ট ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর সুবিধা ব্যবহার করতে পারবে। এই ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম থেকেই পেমেন্ট, কালেকশন এবং রিকনসিলিয়েশন সেবাসহ ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের আরও অনেক সেবা নিতে পারবে।

‘কর্পনেট’-এর মাধ্যমে লেনদেন প্রক্রিয়ায় রিয়েল-টাইম রিপোর্টিং ও ইনভয়েসিং সক্ষমতা যুক্ত হবে। প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠানটিকে ভার্চুয়াল অ্যাকাউন্ট তৈরির সুবিধাও দেবে, যার ফলে সেভেন রিংস সিমেন্ট নিজেদের ডিপোজিট কার্যকরভাবে ট্র্যাক করার পাশাপাশি রিকনসিলিয়েশন টুলেরও বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারবে।

এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে রিয়েল-টাইম ডেটা স্টেটমেন্ট অ্যাক্সেসের সুযোগ পাবে সেভেন রিংস। এই উদ্ভাবনী ফিচারটি ডিলার এবং ডিস্ট্রিবিউটর যাচাইকরণ সুবিধা প্রদানের মাধ্যমে কাউন্টার এবং ইলেকট্রনিক কালেকশন থেকে লেনদেন তথ্যের সঠিকতা বাড়াবে।

সেভেন রিংস সিমেন্টকে বিস্তৃত ক্যাশ ম্যানেজমেন্টের সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাত উল্লাহ খান এবং শুন শিং গ্রুপ বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও সেভেন রিংসের ম্যানুফ্যাকচারার মো. কাওসার আলম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন শুন শিং গ্রুপের জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোহাম্মদ আজম খান বিপ্লব এবং গ্লোবাল ইআরপি অ্যান্ড ডিজিটালাইজেশনের জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *