সাম্প্রতিক সংবাদ

সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলো স্মার্ট টেকনোলজিস

ক.বি.ডেস্ক: শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ “সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স ২০২৪”- এর অর্থবছরে অসাধারণ পারফরম্যান্সের জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ সম্মানে ভূষিত করেছে সিসকো। সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স হলো সিসকোর পার্টনার ইকোসিস্টেমের সফলতা ও শক্তিমত্তা উদযাপনের অন্যতম প্রধান জাঁকজমকপূর্ন অনুষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত “সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স ২০২৪” অনুষ্ঠানে ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ অ্যাওয়ার্ড গ্রহন করেন স্মার্ট টেকনোলজিসের সিনিয়র জেনারেল ম্যানেজার (হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সলিউশনস বিজনেস) মো. রুহুল আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন সিসকো এশিয়া প্যাসিফিক, জাপান এবং গ্রেটার চায়নার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডেইভ ওয়েস্ট; সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের প্রেসিডেন্ট ডেইজি চিত্তিলাপিলি; সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের পার্টনার অ্যান্ড আরটিএম সেলসের ব্যবস্থাপনা পরিচালক অশোক শিবশঙ্কর এবং সিসকোর পার্টনার সেলসের ভাইস প্রেসিডেন্ট কার্তিকা প্রিহাদি।

সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স অনুষ্ঠানটি জ্ঞান ভাগাভাগি, প্রযুক্তিগত অগ্রগতি অন্বেষণ এবং সহযোগিতা নিশ্চিতের জন্য আন্তরিক পরিবেশে প্রধান অংশীজন, বৈশ্বিক ও আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের একত্রিত করে থাকে। এই বছর, সিসকো শিল্প ভিত্তিক উদ্ভাবন, বর্ধিত নিরাপত্তা এবং ইন্টালিজেন্ট সলিউশনের মূল চালিকা শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর রূপান্তরমূলক সম্ভাবনার ওপর জোর দিয়েছে।

এ প্রসঙ্গে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উন্নতি সাধনের কোন বিকল্প নেই। স্মার্ট টেকনোলজিস পৃথিবীর সবচেয়ে সর্বশেষ আধুনিক প্রযুক্তিপন্য ও সেবা বাংলাদেশের সর্বোস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি দুনিয়ায় আমরা বাংলাদেশের পদচারনাকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবো যা ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ বিনির্মানের মূল চালিকা শক্তিতে পরিনত হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *