সিলেটে পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার উদ্বোধন - computerbichitra.com
উদ্যোগ

সিলেটে পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

ক.বি.ডেস্ক: সিলেটের আম্বরখানায় দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রাহক সেবা কেন্দ্র গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে টেকসই ব্যবস্থাপনায় একটি নতুন ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলো কোম্পানিটি। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, অন্যদিকে গ্রাহক অভিজ্ঞতায়ও যোগ হবে নতুন মাত্রা। যেখানে ৯৯ দশমিক ৯ শতাংশ কার্যক্রমই হবে কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত।

গতকাল বুধবার ( ২৯ জানুয়ারি) সিলেটে পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান। এ সময় গ্রামীণফোন সেন্টার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব ভবিষ্যত গড়ার লক্ষ্যে নির্মিত এই গ্রামীণফোন সেন্টারটি টেলিযোগাযোগ খাতে একটি অগ্রগামী পদক্ষেপ। সেন্টারটির নির্মাণ থেকে শুরু করে অভ্যন্তরীণ সাজসজ্জা ও দৈনন্দিন কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে পরিবেশের প্রতি দায়বদ্ধতার ছাপ স্পষ্ট। এখানে ব্যবহৃত প্রতিটি উপাদানই টেকসই উপকরণ দিয়ে তৈরি এবং প্রচলিত উপকরণের পরিবর্তে টেকসই, পুনর্ব্যবহারযোগ্য এবং পুনরায় ব্যবহারের উপযোগী উপাদান ব্যবহার করা হয়েছে। এখানে গ্রাহক সেবা হবে কাগজবিহীন।

দেয়াল বাগান (ভার্টিক্যাল গার্ডেন) ও পরিবেশ-বান্ধব দৃশ্যের (ল্যান্ডস্কেপিং) সমন্বয়ে সেন্টারটিতে এক ধরণের প্রাকৃতিক আবহ তৈরি করা হয়েছে। এ ছাড়া এর নকশায় যুক্ত করা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ’শীতল পাটি’। একইসঙ্গে উদ্ভাবন, স্থায়িত্ব ও স্থানীয় ঐতিহ্যেকে কাজে লাগানো হয়েছে, যা শিল্প খাত ও সমাজকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করবে। এই সেন্টারটি পরিবেশগত সুরক্ষা এবং সেবার আওতাধীন কমিউনিটির কল্যাণে অবদান রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *