সিটি ইউনিভার্সিটিতে ‘টেকনো-পেডাগজি সিস্টেম’ শীর্ষক সেমিনার
ক.বি.ডেস্ক: সিটি ইউনিভার্সিটি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আজ শনিবার (১০ জুলাই) ‘টেকনো-পেডাগজি সিস্টেম’ শীর্ষক সেমিনার অনলাইনে অনুষ্ঠিত হয়। সেমিনারে মহামারী সংকট (কোভিড-১৯) চলাকালীন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনিকাল কমপিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক অনলাইন শিক্ষা (ই-লার্নিং) কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষাদান পদ্ধতি দেখানো হয়। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সমন্বয় ও ব্যবহার একটি যুগান্তকারী পদক্ষেপ, শ্রেণিকক্ষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও আরও ফলপ্রসূ করার জন্য বিশেষায়িত সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারবিধি তুলে ধরা হয়।
সেমিনারটি পরিচালনা করেন আইকিউএসির এডিশনাল ডিরেক্টর প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের তামিল নাড়ু টিচার্স এডুকেশন ইউনিভার্সিটির পেডাগজিকেল সাইন্সের প্রফেসর ড. পি সি নাগা সুব্রামানি। সিটি ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়টির দশটি বিভাগের একশ জন শিক্ষক অনলাইনে উপস্থিত ছিলেন।