সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫: অনুষ্ঠিত হবে ৮-১৩ ডিসেম্বর
ক.বি.ডেস্ক: সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক এবং নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের সমাহার নিয়ে শুরু হতে যাচ্ছে ছয় দিনব্যাপী (৮-১৩ ডিসেম্বর) ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’। ঢাকার আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটিতে এই মেলা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিসিএস কমপিউটার সিটির আস্থার ২৬ বছর পূর্তি এবং ২৭ বছরে পদার্পন উপলক্ষে বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করছে।
‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ এই মেলার মধ্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের একটি মিলনমেলা তৈরি হয়। অন্যদিকে, এই মেলার মাধ্যমে ক্রেতারা এক ছাদের নিচে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্য যাচাই-বাছাই করার সুযোগ পান। মেলায় প্রতিবারের মতো এবারও বিনামূল্যে প্রবেশ করা যাবে। দর্শনার্থীদের জন্য থাকবে মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা। পাশাপাশি থাকছে গেমিং এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মেলায় অংশগ্রহণ করবে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ড পাশাপাশি আমদানিকারক ও সেবাদানকারি প্রতিষ্ঠানগুলো। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন থাকবে, পাশাপাশি পার্টিসিপেন্ট স্টলও থাকবে। প্রযুক্তির ভবিষ্যৎ সরাসরি অভিজ্ঞতা- স্মার্ট ডিভাইস, আইওটি পণ্য থেকে শুরু করে অত্যাধুনিক কমপিউটারের আনুষাঙ্গিক পণ্য সবকিছু এক জায়গায় পাবেন। সর্বাধুনিক গ্যাজেট শো, নতুন প্রযুক্তি ও ইনোভেটিভ পণ্যের লাইভ ডেমো দেখতে পারবেন কাছ থেকে।
প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার থেকে শুরু করে আইটি প্রফেশনাল সবার জন্য এটি হবে এক দুর্দান্ত অভিজ্ঞতা। এটি শুধু একটি মেলা নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি শিল্পের সবচেয়ে বড় মিলনমেলা। নতুন আইডিয়া, নতুন সংযোগ এবং নতুন সুযোগ তৈরির কেন্দ্রবিন্দু।
আস্থার সঙ্গে ২৬ বছর পার করে ২৭ বছরে পা দিল বিসিএস কমপিউটার সিটি। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা করে বাংলাদেশে সর্ববৃহত এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্যের বিশেষায়িত বাজার বিসিএস কমপিউটার সিটি। ঢাকার প্রাণকেন্দ্র শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত নজরকাড়া স্থাপত্যশৈলীর অধিকারী বিসিএস কমপিউটার সিটিতে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা ও প্রযুক্তিপণ্যের সমাহার। প্রায় ১০০,০০০ বর্গফুট আয়তনের চারতলা এই ভবনে ১৫০টির অধিক প্রযুক্তি পণ্যের বিক্রয়কারি প্রতিষ্ঠান রয়েছে।
নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং টাইলস সজ্জিত একটি ভবন। নামাজের জন্য মসজিদ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক ফ্লোরে টয়লেট সুবিধা রয়েছে। রয়েছে এস্কেলেটর সিড়ির সুবিধা এবং দুটি লিফট। মার্কেটটির নিরাপত্তার জন্য সিসিটিভি রয়েছে। এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে।





