সাম্প্রতিক সংবাদ

সিটিসেল ফিরছে নতুন রূপে, এবার জিএসএম প্রযুক্তি নিয়ে আসছে

ক.বি.ডেস্ক: চড়াই-উতরাই পেরিয়ে আবারও সাশ্রয়ী মূল্যে কথা বলার সুযোগ দিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ফিরছে বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তির মোবাইল ফোন অপারেটর সিটিসেল। বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পায় সিটিসেলের মাধ্যমে। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) এ প্রতিষ্ঠান প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ১৯৯৩ সালে যাত্রা করে। এটি দেশের মানুষকে প্রথম মোবাইল ফোন সেবা দিয়ে প্রযুক্তিগতভাবে একটি নতুন যুগের সূচনা করেছিল।

গ্রাহক সেবায় ফিরতে যুগের সঙ্গে মানানসই ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সিটিসেল। আগে সিটিসেল সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস) প্রযুক্তি ব্যবহার করত। বর্তমানে জিএসএম, ফোরজি, ফাইভজি প্রযুক্তি জনপ্রিয় হয়ে যাওয়ায় সিডিএমএ প্রায় বিলুপ্ত। তাই সিটিসেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। তবে, এক্ষেত্রে স্বল্প লাভে গ্রাহকসেবা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টায় থাকবে প্রতিষ্ঠানটি। সার্বিকভাবে গ্রাহক সেবায় ফেরার প্রস্তুতি নিচ্ছে সিটিসেল।

সব থেকে কম কলরেট এবং স্বল্প মূল্যে বেশি গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে আবারও আসছে মোবাইল অপারেটর সিটিসেল। এবারও গ্রাহকদের জন্য কলরেট ধরা হবে মাত্র ২৫ পয়সা।

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড থেকে জানানো হয়, এবার তারা শুধু কম কলরেটই নয়, সেই সঙ্গে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ এবং দেশব্যাপী টাওয়ার সংযোজন করে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করবে। সিটিসেল এবার জিএসএম (GSM) প্রযুক্তি নিয়ে আসছে। এর ফলে সিটিসেলের সিম যেকোনও ফোনেই ব্যবহার করা যাবে, যা গ্রাহকদের জন্য আরও সুবিধা দেবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *