সাশ্রয়ী মূল্যে স্পার্ক ৪০ ফাইভজি স্মার্টফোন উন্মোচন করল টেকনো

ক.বি.ডেস্ক: বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করেছে। আর এর সঙ্গে সঙ্গেই একের পর এক ফাইভজি স্মার্টফোন উন্মোচন করছে টেকনো। এবার দেশের বাজারে টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভজি। খরচ নিয়ে ক্রেতাদের দুশ্চিন্তা কমাতে এবং একইসঙ্গে, ফ্ল্যাগশিপের মতো পারফরম্যান্স নিশ্চিত করতে এই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল এই ডিভাইসটি নিয়ে এলো টেকনো।
টেকনো স্পার্ক ৪০ ফাইভজি
স্মার্টফোনটিতে রয়েছে নেক্সট-জেন ফাইভজি কানেক্টিভিটি; ১২০ হার্টজ ভাইব্রেন্ট ডিসপ্লে। রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর। স্মুথ স্ক্রলিং ও ভিজ্যুয়াল নিশ্চিতে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডুয়াল ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা যেকোনো আলোতে নিখুঁত ছবি তোলার সক্ষমতা রাখে।
টেকনো’র স্মার্ট অপটিমাইজেশনের জন্য ফোনটি ৫ বছরের জন্য খুব স্মুথভাবে কাজ করবে। পর্যাপ্ত জায়গা ও মাল্টিটাস্কিং নিশ্চিত করতে এতে ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম (৪ জিবি এক্সটেন্ডেড) ব্যবহার করা হয়েছে। রয়েছে স্মার্ট এআই ফিচার; রয়েছে টেকনো’র পার্সোনাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আস্ক এলা। পাশাপাশি রয়েছে এআই রাইটিং, এআই সার্চ ও এআই ট্রান্সলেটের মতো টুলস।
ডিভাইসটির আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স অতিরিক্ত ডিউরেবিলিটি যোগ করে; এ ছাড়াও, আইআর রিমোট কন্ট্রোলের মাধ্যমে সহজেই হোম এন্টারটেইনমেন্ট ডিভাইসগুলো ফোন থেকে পরিচালনা করা যায়। মুভি দেখা, গেম খেলা বা সহ কন্টেন্ট উপভোগ নিশ্চিত করতে এতে ডিটিএস সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটির মূল্য দাম ১৬,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য)। বিস্তারিত www.tecno-mobile.com/bd