সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার প্লে ১০
                                                ক.বি.ডেস্ক: অনার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্লে ১০ স্মার্টফোন। এন্ট্রি লেভেলের এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে সীমিত বাজেটের ব্যবহারকারীর কথা মাথায় রেখে। অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারী। ফোনটির মূল্য ১০,৯৯৯ টাকা।
অনার প্লে ১০ ডিভাইসটিতে থাকছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালকা (লাইট) সংস্করণ অ্যান্ড্রয়েড গো দ্বারা চালিত। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সংযোজন করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সুবিধা। মিডনাইট ব্ল্যাক এবং ওশান সায়ান; এ দু’টি রঙে ফোনটি এখন বাজারে পাওয়া যাচ্ছে।


							
							
							


