মোবাইল স্মার্টফোন

সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি

ক.বি.ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করল নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। দেশে ফাইভজি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে অনার ৪০০ সিরিজের এ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে।

অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়, একবার ক্লিক করে ছবি তোলা যায়, আর চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়। নতুন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। রয়েছে ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা, ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।

মাত্র ১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফোনটির ৫,২৩০ মেগাওয়াট-ঘণ্টা লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এটি মাত্র ৩০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হয় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৩ মিনিট। এক হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত ভালো থাকে।

অনার ৪০০ লাইট ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র‍্যাম টার্বো (১২ জিবি+ ১২ জিবি) প্রযুক্তির ফোনগুলো বাজারে পাওয়া যাচ্ছে। ভেলভেট গ্রে ও মার্স গ্রিন এ দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। নতুন এই স্মার্টফোনটির মূল্য ৩২,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *