সাশ্রয়ী মূল্যে আইপি৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

ক.বি.ডেস্ক: আগামী ১৭ এপ্রিল বাংলাদেশের স্মার্টফোন বাজারে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি ‘সি৭৫’ লাইন-আপের ‘সি৭৫এক্স’ নিয়ে আসছে। নতুন এই স্মার্টফোনটিতে থাকবে আইপি৬৯-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় এটি পানির নিচে দৃশ্য ধারণ করতে পারবেন। আর এই ফিচারটি পাওয়া যাবে আরও সাশ্রয়ী মূল্যে। সাধারণ স্মার্টফোনপ্রেমীদের জন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচার সহজলভ্য করছে রিয়েলমি।
রিয়েলমি ‘সি৭৫এক্স’ স্মার্টফোনে ব্যবহারকারীরা পাবেন ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ফ্ল্যাগশিপ গ্রেডের সুরক্ষা। এর সঙ্গে ডিভাইসে থাকছে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সক্ষমতাও। থাকবে ৫৬০০এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আর ব্যাটারির চার্জ কমে এলেও ভাবনার কিছু নেই, কারণ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি খুব দ্রুতই মাত্র ৩০ মিনিটে ডিভাইসটিকে রিচার্জ করে দিতে সক্ষম।
এ ছাড়া স্মার্টফোনটিতে প্রিমিয়াম ডিজাইন ও নান্দনিক ছোঁয়ার পাশাপাশি আরও থাকছে নতুন বেশ কিছু ফিচার, যা ডিভাইসটিকে গ্রাহকদের সার্বক্ষণিক সঙ্গীতে পরিণত করবে। সবমিলিয়ে ফোনটির প্রিমিয়াম লুক ও মুঠোবন্দি করার মতো স্বাচ্ছন্দ্যতা নিয়ে ডিভাইসটি একসঙ্গে দিচ্ছে সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতার নিখুঁত মিশেল। বিস্তারিত রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।