সার্ভিসিং২৪-এ মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট

ক.বি.ডেস্ক: দেশের দ্রুতবর্ধমান ও অন্যতম বৃহৎ থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার ‘সার্ভিসিং২৪’-এর এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট ক্যাম্পেইন ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনে রয়েছে- হার্ডওয়্যার, রেইড ও মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার, লগ ইস্যু, আপ-টাইম পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন ইস্যু পরীক্ষা-নিরীক্ষা করা।
এসব অ্যাসেসমেন্ট শেষে কাস্টমাররা একটি বিস্তারিত হেলথ-চেক রিপোর্টও পাবেন। এ ছাড়া- সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ‘সার্ভিসিং২৪’ প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন সুপারিশও প্রদান করবে। আগামী ৩১ মে পর্যন্ত ফ্রি আইটি হেলথ চেকআপের জন্য স্লট বুক করতে পারবেন। বিস্তারিত: info@servicing24.com; +8809614556655 নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন servicing24.com
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিইও নাসির ফিরোজ বলেন, “অধিকাংশ মানুষই আইটি সাপোর্ট সার্ভিসের গুরুত্ব অনুধাবন করতে পারে না। সিস্টেমের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর রুটিন-মাফিক অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে চাচ্ছি; যাতে তারা বুঝতে পারে ডিভাইসগুলোকে অবহেলার কারণে ভবিষ্যতে জটিল আইটি সমস্যা ও বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।”

২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘সার্ভিসিং২৪’ বাংলাদেশের শীর্ষ আইটি সাপোর্ট সার্ভিস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি থার্ড-পার্টি মেইনটেন্যান্স (টিপিএম), ম্যানেজড আইটি সার্ভিসেস ও এন্টারপ্রাইজ আইটি সাপোর্টে বিশেষায়িত। হার্ডওয়্যারের আয়ু বাড়িয়ে ৭০% পর্যন্ত কার্বন নির্গমন কমানো ও টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে। প্রধান সেবার মধ্যে রয়েছে টিপিএম, সার্ভার-স্টোরেজ সাপোর্ট, ক্লাউড সলিউশন, সাইবার সিকিউরিটি, আইটি মনিটরিং ও আইটিএসএম সফটওয়্যার। প্রতিষ্ঠানটি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, এফএমসিজি, হোটেল-রিসোর্টসহ বিভিন্ন খাতে সেবা দিয়ে থাকে।