সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা
ক.বি.ডেস্ক: সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ আইনের অধীন সব হয়রানিমূলক মামলা রহিত (বাতিল) হবে। তবে কমপিউটার অফেন্স বা কমপিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা বলেন।
ডিআরইউ’র সভাপতি শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের ঘোষণা দিয়েছিলাম। এর অধীনে যত হয়রানিমূলক মামলা রয়েছে; এই অ্যাক্টটা যখন বাতিল করবো সব মামলা তখন রহিত (বাতিল) হয়ে যাবে। ডিআরইউ এমন একটি প্রতিষ্ঠান যেখানে সাংবাদিকদের কোন গ্রুপিং নেই। এই ডিআরইউ যেন কখনো দুই গ্রুপে বিভক্ত না হয়।”
‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৪’ এ প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, রেডিও, সবার জন্য উন্মুক্ত মাধ্যমে অ্যাওয়ার্ড দেয়া হয় ১১ জনকে। প্রিন্ট মিডিয়ায় প্রথম পুরস্কার পেলেন মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় আহসান হাবিব রাসেল, তৃতীয় যুগ্মভাবে জসিম উদ্দিন হারুন ও ফারহান ফেরদৌস। ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রথম পুরস্কার পেলেন মুহাম্মদ আরাফাত মোমেন আদিত্য, দ্বিতীয় মাসুদ মোস্তাহিদ, তৃতীয় পারভেজ নাদির রেজা। অনলাইন মিডিয়ায় প্রথম পুরস্কার পেলেন ইয়াসির আরাফাত রিপন, দ্বিতীয় মো. জোবায়ের হোসেন, তৃতীয় মো. তৌহিদুজ্জামান তন্ময় এবং সবার জন্য উন্মুক্ত ক্যাটাগরিতে আবু সালেহ রনি।