সাম্প্রতিক সংবাদ

সরকারি দপ্তরে আইসিটির ব্যবহার বৃদ্ধি করতে হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

ক.বি.ডেস্ক: নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে। সরকারি দপ্তরে আইসিটির ব্যবহার বৃদ্ধি করতে হবে। ইন্টারনেট ব্যাবসায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার কাজ করছে। নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলাপ্রশাসকদের কাজ করতে হবে।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন।

জেলাপ্রশাসক সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, “অবাধ তথ্য প্রবাহের এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। স্পর্শকাতর বিষয়ে বেশি পরিমাণ গুজব ছড়ানো হচ্ছে। গুজব প্রতিরোধে জেলাপ্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলাপ্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময় এসব তথ্য জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ইন্টারনেটের মূল্য কমাতে উদ্যোগ নেয়া হয়েছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *