সম্ভাবনাময় সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দরকার দক্ষ জনবল: এনায়েতুর রহমান

ক.বি.ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী (১৬-১৭ জুলাই) ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবটিকস (বিইএআর)’ সম্মেলন এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’। ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে আয়োজিত এই আয়োজনের অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি। দেশের সম্ভাবনাময় সেমিকন্ডাক্টর খাতকে ঘিরে এমন বড় পরিসরে আলোচনা ও অংশগ্রহণের সুযোগ ছিল এবারই প্রথম।
বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫-এ দেশের অন্যতম সেমিকন্ডাক্টর ডিজাইনভিত্তিক প্রতিষ্ঠান উল্কাসেমির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আয়োজন জুড়ে। উল্কাসেমির বুথে অনেক শিক্ষার্থী তাদের প্রকৌশলিক সমস্যা, ক্যারিয়ার পরিকল্পনা ও প্রশিক্ষণ নিয়ে সরাসরি কথা বলেন এবং ভবিষ্যতে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
সেমিকন্ডাক্টর নিয়ে অনুষ্ঠিত একটি প্যানেল আলোচনায় উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, “বাংলাদেশে সেমিকন্ডাক্টর নিয়ে এই প্রথম এমন বৃহৎ আয়োজন হয়েছে। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ এবং তাদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। তরুণদের এই আগ্রহ ভবিষ্যতের জন্য শুভসংকেত। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে দরকার দক্ষ জনবল। বাংলাদেশে বিশ্বমানের সেমিকন্ডাক্টর ডিজাইন ট্যালেন্ট তৈরি করার সক্ষমতা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন নীতিগত সহায়তা, গবেষণা ও প্রশিক্ষণ কাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।”
আলোচনায় অংশগ্রহণ করেন আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক পরামর্শক। আলোচনায় ওঠে আসে- দেশীয় মেধাবীদের দক্ষ করে তুলতে হলে কারিকুলাম হালনাগাদ, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ এবং বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির মত গুরুত্বপূর্ণ বিষয়।
এবারের সম্মেলন ও সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), এআইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটিসহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং হাতে-কলমে সেমিকন্ডাক্টর প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।
বাংলাদেশ প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সবচেয়ে বড় এই ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবটিকস (বিইএআর)’ সম্মেলন এবং ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫’ যৌথভাবে আয়োজন করেছে আইসিটি বিভাগ, এজ প্রকল্প এবং বাংলাদেশ কমপিউটার কাউন্সিল(বিসিসি)। সহায়তা করেছে বিশ্বব্যাংক।