সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য নতুন সফটওয়্যার উদ্বোধন
ক.বি.ডেস্ক: জনবান্ধব ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চারটি সফটওয়্যারের মানোন্নয়ন ও একটি নতুন উদ্ভাবিত সফটওয়্যার উন্মুক্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের অধীন নতুন সফটওয়্যার চালুর ফলে ঘরে বসেই অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং নম্বর ও খতিয়ানসহ ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে। এতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম, সামাজিক হানাহানি, মামলা-মোকদ্দমা হ্রাস পাবে এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে ওঠবে।
গতকাল রবিবার ( ১ ডিসেম্বর) ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এসব সফটওয়্যারের ব্যবহার উন্মুক্ত করেন। সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, “২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নামজারি আবেদন পদ্ধতি আরও সহজীকরণ করা হয়েছে, যেখানে বিভিন্ন সিস্টেমের সঙ্গে ডাটা শেয়ারিংয়ের সুযোগ থাকায় নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম থেকে অটোমেটিকভাবে যাচাই করা যাবে। নামজারি প্রক্রিয়ার মধ্যেই অটো হোল্ডিং ও অটো সংশোধনের প্রভিশন থাকায় নাগরিকের ভোগান্তি আগের তুলনায় অনেক কমবে। একই জমি বারবার মিউটেশন হওয়ারও ঝুঁকি থাকবে না।”