উদ্যোগ

‘সনি-স্মার্ট আইকেয়ার’-এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী

ক.বি.ডেস্ক: ‘দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের! ঝকঝকে দেখুন, সনি-স্মার্টের সাথে’ স্লোগানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী (১৬-১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন “সনি-স্মার্ট আইকেয়ার ক্যাম্প”। বাংলাদেশে বিশ্বখ্যাত জাপানের সনি পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় স্মার্ট ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করেছে।

দুই দিনব্যাপী এই আয়োজনে পূর্ব-নিবন্ধিত অন্তত দেড় হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়। বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে আসেন স্মার্ট একাডেমির মাঠে। বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার কার্যক্রমে রোগীদের চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেয়ার পাশাপাশি বাছাইকৃতদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকায় অবস্থিত স্মার্ট একাডেমিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের মহাসচিব ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন এবং উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান সহ রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ, রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুর উদ্দিন ভূঁইয়া।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “স্মার্ট ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য রামগঞ্জের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আমরা নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা কর্মসূচি, বিশেষ করে প্রতিবছর তুরস্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসে এ অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খতনার ব্যবস্থা করছি। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি আয়োজন করা হয়েছে। দুই দিনে দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। এ ছাড়া বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের পাশাপাশি রামগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতসহ আনুষঙ্গিক ব্যবস্থা করা হয়েছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *