সাম্প্রতিক সংবাদ

সকল ব্যাংকে আরবিএস ব্যবস্থা চালু হবে আগামী জানুয়ারি থেকে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ক.বি.ডেস্ক: দেশের ব্যাংক খাতের তদারকি ব্যবস্থা আরও দক্ষ, কার্যকর ও আধুনিক করে তোলার জন্য ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল ব্যাংকে ‘রিস্ক বেসড সুপারভিশন’ (আরবিএস) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পলিসি ডকুমেন্টেশন, রিস্ক ম্যাট্রিক্স এবং মডেল সুপারভাইজারি রিপোর্ট সহ একটি পূর্ণাঙ্গ আরবিএস ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে। এই কাঠামো ঋণ, বাজার, পরিচালনা, আইনি, নিয়ন্ত্রক এবং কৌশলগত ঝুঁকির মতো ঝুঁকিগুলো মোকাবেলার জন্য আরও লক্ষ্য ভিত্তিক ও কার্যকর ব্যবস্থাপনা সম্ভব হবে।

আজ সোমবার (৭ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

আরবিএস-এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট নির্বাহী পরিচালক এবং পরিচালকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনর্গঠন কার্যক্রম ও বাস্তবায়ন সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই পুনর্গঠনের বিষয়টি সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আরবিএস কাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক একটি বিস্তৃত সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এর আওতায় গঠিত হতে যাচ্ছে ব্যাংক ফোকাস টিমের সমন্বয়ে একাধিক ব্যাংক সুপারভিশন বিভাগসহ বিশেষায়িত বিভাগ যেমন সুপারভিশন পলিসি ও কো-অর্ডিনেশন বিভাগ, সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ, টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন বিভাগ ও মানিলন্ডারিং অথবা টেরোরিস্ট ফাইন্যান্সিং রিস্ক সুপারভিশন বিভাগ। এই রূপান্তর কার্যকর করতে বিভাগীয় পুনর্বিন্যাস ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “একটি নতুন রেশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি) এবং একটি কেন্দ্রীভূত তত্ত্বাবধান ড্যাশবোর্ড প্রস্তুত করা হচ্ছে, যা তথ্য ভিত্তিক সুপারভিশন বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করবে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যমান ব্যবস্থাগুলো একীভূত করে একটি কেন্দ্রীয় সুপারভাইজারি ডাটা ম্যানেজমেন্ট প্লাটফর্ম গড়ে তোলা, যা তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। আরবিএস কাঠামোর প্রাথমিক পর্যায়গুলো বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। জুলাইয়ের মধ্যে ৬১টি তফসিলি ব্যাংকে পাইলট প্রোগ্রামের অধীনে একটি সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ২০২৬ থেকে সকল তফসিলি ব্যাংকে আরবিএস বাস্তবায়ন করবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *