উদ্যোগ

শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে ‘স্টিম’ কার্নিভালের আয়োজন

ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (স্টিম) বিষয়ক কার্নিভালের আয়োজন করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। স্টিম সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবন প্রদর্শনের অনন্য এক সুযোগ তৈরি করে এই স্টিম কার্নিভাল। স্টিম তরুণদের জন্য সহযোগিতা ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতা আদান প্রদান এবং প্রত্যেকের নিজস্ব প্রকল্প প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা সিনিয়র ক্যাম্পাসে ‘স্টিম’ কার্নিভাল অনুষ্ঠিত হয়। স্টিম কার্নিভালে গ্রেড ৫-১২ এর শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করার সুযোগ পায়। গ্লেনরিচের পাশাপাশি ইন্টারন্যাশনাল হোপ স্কুল, আগা খান একাডেমি, সিঙ্গাপুর স্কুল এবং কিন্ডারল্যান্ড সহ অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

স্টিম কার্নিভালে নিউটনের দোলনা, গ্যালাক্সি ও সৌরজগত, হাইড্রোপনিক ফার্মিং, রোবোটিক আর্ম, কার্বন ডাই অক্সাইড এয়ার পিউরিফিকেশন, একটি এয়ার কুলার, একটি ড্রোন, সৌর ও চন্দ্রগ্রহণ সহ শিক্ষার্থীদের আরও নানান আকর্ষণীয় প্রকল্প উপস্থাপন করা হয়। গ্লেনরিচ একটি পপ-আপ বইয়ের দোকান, মঞ্চনাটক, চিত্র প্রদর্শনী ও বিভিন্ন স্টলের আয়োজন করে। এলিসিয়ান বিডস (কাপড়ের দোকান) এর সঙ্গে এই আয়োজনে বেশ কিছু খাবারের স্টলও ছিল।

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা’র অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “আমরা তরুণ উদ্ভাবকদের প্রতিভা বিকাশে সাহায্য করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রত্যয়ী। এরই ধারাবাহিকতায় এই স্টিম কার্নিভালের আয়োজন করেছি আমরা। কার্নিভালে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা এবং উদ্দীপনা ছিল অনুপ্রেরণাদায়ক। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এটি আবার প্রমাণ হয়েছে যে, শিক্ষা একইসঙ্গে আনন্দদায়ক ও অর্থবহ হতে পারে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *