উদ্যোগ

শাবিপ্রবিতে ‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতা

ক.বি.ডেস্ক: ‘যেখানে কৌশল প্রযুক্তির সঙ্গে মিলিত হয়’ স্লোগানে দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতার আয়োজন করছে ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব। আগামী ২২ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বসছে ‘‘মাস্টারমাইন্ড ২.০’’ প্রতিযোগিতা। ২২ নভেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন আয়মান সাদিক। ৪ ডিসেম্বর অনলাইনে অ্যাবসট্র্যাক ও ১০ ডিসেম্বর সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার চ্যাম্পিয়ন টিমের জন্য ৫০,০০০ টাকা, প্রথম রানার-আপের জন্য ৩০,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপের জন্য ২০,০০০ টাকা থাকবে। এ ছাড়াও, চ্যাম্পিয়ন দলকে শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনা মূল্যে থাকার সুযোগ দেয়া হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪১০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করবে। বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

অংশগ্রহণকারী ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি সাস্টের অর্জুনতলায় অথবা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। তবে প্রতিটি টিম ৩-৪ জন সদস্য নিয়ে গঠন করা যাবে, যেখানে অবশ্যই একজন নারী শিক্ষার্থী এবং একজন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী থাকার বাধ্যবাধকতা রয়েছে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত: ফেসবুক পেজ ভিজিট করে

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *