আনুষাঙ্গিক মোবাইল

শাওমি ফোন ক্রয়ে সর্বোচ্চ ৪৫% মূল্যছাড়

ক.বি.ডেস্ক: শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়। নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলেই গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট। এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ।

ইয়ারবাডসের মধ্যে রেডমি বাডস ৫এ পাওয়া যাবে ১৪৯৯ টাকায়; রেডমি বাডস ৫সি পাওয়া যাবে ১৯৯৯ টাকায় এবং পোকো পডস পাওয়া যাবে ১১৯৯ টাকায়। এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে। পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ পাওয়া যাবে ২৯৯৯ টাকায় এবং রেডমি ওয়াচ ৫ লাইট পাওয়া যাবে ৪৪৯৯ টাকায়।

অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে। স্টক থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক উল্লেখিত মডেলের একটি ফোনের জন্য উল্লেখিত গ্যাজেটের যেকোনো একটি পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *