আনুষাঙ্গিক মোবাইল

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২

ক.বি.ডেস্ক: দেশের বাজারে রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেম। গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতার সঙ্গে অফিশিয়াল কাজ সারতে দারুণ কার্যকরী এ ডিভাইসটি।

প্যাডটির ১১ ইঞ্চি সাইজের ২৫০০ রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। চোখের সুরক্ষার জন্য ন্যাচারাল আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাডটির ব্রাইটনেস অটোমেটিক এডজাস্ট করে নেয়। এর ৯০০০ অ্যাম্পিয়ার হার্টজ ব্যাটারি, ফাস্ট চার্জিং সুবিধার এই প্যাড একবার চার্জ দিয়ে সারাদিন নির্ভার হয়ে ব্যবহার করতে পারবেন। কোয়াড স্পিকার থাকায় প্যাডটির চতুর্দিক থেকে সাউন্ড ছড়িয়ে সাউন্ড কোয়ালিটিকে করে তুলেছে ভীষণ বাস্তবসম্মত।

প্যাডটিতে দেয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর। প্যাডটি ওজনে হালকা, তাই সহজেই ক্যারি করা যায়। প্যাডটির উন্নত কানেকটিভিটি অপশন দিয়ে গ্রাহক খুব সহজেই ওয়াইফাই ও ব্লুটুথের মাধ্যমে হেডফোন অথবা মাউস-কিবোর্ড সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন। ক্যামেরা অপশনে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এর মূল্য ২২,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যামের মূল্য ২৫,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *