আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

শাওমি নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট টিভি

ক.বি.ডেস্ক: নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলদেশের বাজারে শাওমি নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। বিনোদন উপভোগের ক্ষেত্রে অভিনব এই স্মার্ট টিভি দর্শকদের দিবে অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা। সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতেই সিনেমা হলের অভিজ্ঞতা থেকে শুরু করে গেমিংয়ে মসৃণ ও ইন্টার-অ্যাক্টিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা সবই পাওয়া যাবে এক টিভিতেই।

স্মার্ট টিভিটিতে রয়েছে চোখ ধাঁধানো কিউএলইডি ৪-কে রেজুলেশনের ডিসপ্লে এবং ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। যুক্ত করা হয়েছে এমইএমসি (মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন) প্রযুক্তি এবং ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট এবং ১০ ওয়াটের শক্তিশালী ডুয়াল স্পিকার।

শাওমি টিভি এ প্রো ২০২৫ এ রয়েছে গুগল টিভি ইন্টিগ্রেশন, কোয়াড এ৫৫ প্রসেসর, ২ জিবি র‍্যাম, ৮ জিবি রম। টিভিটি পাওয়া যাবে ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির চারটি ভিন্ন ভিন্ন সাইজে। বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতে এবং অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও প্রতিটি ঘরে আভিজাত্যের ছোঁয়া পৌঁছে দিতে শাওমি টিভি এ প্রো ২০২৫ এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই টিভিটি দেশজুড়ে সকল শাওমি স্টোরে পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *