শাওমি’র ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন!

ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-আযহাকে ঘিরে ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন নিয়ে এলো স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে নির্বাচিত যোগ্য ফ্যানরা পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর অথবা এসিসহ চমৎকার সব উপহার। আকর্ষণীয় এ অফারটি আজ (৭ মে) থেকে শুরু হয়েছে।
বিশেষ এ ক্যাম্পেইনে শাওমি রেডমি নোট ১৪ ক্রয়ে থাকছে রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক। রেডমি নোট ১৪ প্রো (৮ জিবি+২৫৬ জিবি) ক্রয়ে থাকছে রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। রেডমি ১৩ (৬জিবি+১২৮জিবি) ক্রয়ে থাকছে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং রেডমি ১৪সি মডেলের যেকোনো স্মার্টফোনে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যছাড়ে। উল্লিখিত মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন ক্রয়েও পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন ক্রয় করার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWMIMEI NoRetail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে গ্রাহকের জিতে নেয়া অফার সম্পর্কে জানা যাবে। বিস্তারিত: শাওমি হেল্পলাইন +৮৮০৯৬১২-৯৪২৬৬৪ নম্বরে।