আনুষাঙ্গিক মোবাইল

শতভাগ নিশ্চিত উপহার থাকছে রেনো১৪ ফাইভজিতে

ক.বি.ডেস্ক: বাংলাদেশি ক্রেতাদের জন্য নতুন অফার নিয়ে এসেছে অপো। রেনো১৪ ফাইভজি কিনলেই থাকছে শতভাগ গ্যারান্টেড উইন অফার। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রত্যেক ক্রেতা তাদের নতুন স্মার্টফোনের সঙ্গে এক্সক্লুসিভ পুরস্কার পাবেন। প্রতিটি রেনো১৪ ফাইভজির ক্রেতা ৯,৩৮৮ টাকা সমমূল্যের সুবিধা পাবেন।

রয়েছে অপো এনকো বাডস৩ প্রো, প্রিমিয়াম সুবিধার সঙ্গে এক্সক্লুসিভ ভিআইপি কার্ড এবং ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। ক্রেতারা আরও পাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, অপো সার্ভিস সেন্টারে প্রায়োরিটি সার্ভিস এবং সুরক্ষার অংশ হিসেবে একটি ফ্রি প্রোটেকটিভ ফিল্ম ও ফোন কেস। থাকছে, আকর্ষণীয় ছাড়ে অ্যাকসেসরিজ কেনার সুবিধা সহ লিকুইড অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ড্যামেজের ক্ষেত্রে এক বছরের ফ্রি কাভারেজ।

১০০% উইন গিফটস অফার সহ অপো রেনো১৪ ফাইভজি এখন বাংলাদেশের সকল অনুমোদিত আউটলেটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: https://www.oppo.com/bd/smartphones/series-reno/reno14/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *