মোবাইল স্মার্টফোন

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

ক.বি.ডেস্ক: বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি সি৮৫ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে ঠাসা একদম নতুন এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে অনবদ্য ডিউরেবিলিটি, অসাধারণ ব্যাটারি লাইফ ও প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার নিশ্চয়তা দিচ্ছে।

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে রিয়েলমি সি৮৫-তে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, গেমিং, ব্রাউজিং সহ যেকোনও কাজ অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এ ছাড়াও রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা।

রিয়েলমি সি৮৫ নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড- আইপি৬৯ প্রো রেটিং। এই সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে। ফোনটিতে রয়েছে দৃষ্টিনন্দন ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস।

ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও অ্যাপ হ্যান্ডলিংয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। ফটোপ্রেমীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

নতুন এই ডিভাইসটি সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে। দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৮৫। ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০,৯৯৯ টাকা। বিস্তারিত: www.realme.com/bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *