পণ্য সম্পর্কে

শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে নতুন ওয়ানপ্লাস নর্ড সিই৫

ওয়ানপ্লাস-এর নর্ড ৫ সিরিজ সবসময়ই চেষ্টা করেছে সেরা প্রযুক্তির অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের নাগালে আনতে। সেই ধারাবাহিকতায় বাজারে এসেছে ওয়ানপ্লাস নর্ড সিই৫। ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপের দুর্দান্ত পারফরম্যান্স ও ৭,১০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির এক শক্তিশালী কম্বিনেশনে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করেছে।

স্মুথ ও শক্তিশালী পার্ফমেন্স
ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩.৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে। গ্রাফিক্সের জন্য আছে মালি-জি৬১৫ জিপিইউ যা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি শক্তিশালী ও ৫৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং সবই হয় অনেক মসৃণ ও দ্রুত।

নর্ড সিই৫ -এ রয়েছে আধুনিক এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম যা অ্যাপ চালানো ও গেম খেলার সময় মসৃণতা নিশ্চিত করে। গেমপ্রেমীদের জন্য রয়েছে বিজিএমআই ও সিওডিএম গেম খেলার সুবিধা ১২০ এফপিএস পর্যন্ত! ফোনটি আনটুটু বেঞ্চমার্কে ১৪.৭ লাখ স্কোর করেছে যা এই দামের ফোনের মধ্যে শীর্ষে।

বিশাল ব্যাটারিতে চিন্তামুক্ত ব্যবহার
ফোনটিতে আছে ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাধারণত ট্যাবলেটে দেখা যায়। এতে একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলে। ফলে সারাদিন ঘোরাঘুরি, কাজ বা বিনোদন কোনোক্ষেত্রেই চার্জ নিয়ে চিন্তা করা লাগবে না। তবে শুধু ব্যাটারি বড় হলেই তো হয় না! তাই ফোনটিতে আছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং মাত্র ৫৯ মিনিটেই ১ থেকে ১০০% চার্জ করে ফেলে। ফলে মাত্র ১০ মিনিট চার্জেই ইউটিউবে ৬ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে আছে ওয়ানপ্লাস-এর ব্যাটারি হেলথ ম্যাজিক প্রযুক্তি যা চার্জিং ব্যবস্থাপনা বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে। এ ছাড়া রয়েছে বাইপাস চার্জিং সুবিধা, যার মাধ্যমে গেম খেলার সময় ফোন সরাসরি চার্জার থেকে বিদ্যুৎ নেয়, ব্যাটারি থেকে নয়। এতে গরম কম হয় এবং ব্যাটারি বেশি দিন ভালো থাকে। বাইপাস চার্জিং গেম খেলার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে, কারণ এতে ফোন বেশি সময় ধরে চালালেও গরম হয় না বা দ্রুত চার্জ শেষ হওয়ার চিন্তা থাকে না।

ক্যামেরায় ফ্ল্যাগশিপের ছোঁয়া
নর্ড সিই৫-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ সেন্সর যার সঙ্গে রয়েছে ওআইএস প্রযুক্তি, ফলে ছবি হয় ঝকঝকে ও ব্লারবিহীন। এতে ওয়ানপ্লাস ১৩ সিরিজের মতো উন্নত এইচডিআর ও রিয়েল টোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছ যা ত্বকের স্বাভাবিক রঙ ও প্রাণবন্ত ছবি নিশ্চিত করে। ভিডিওর জন্য আছে ফোর-কে ৬০ এফপিএস এইচডিআর রেকর্ডিং সুবিধা যা ফ্রেম বাই ফ্রেমে রঙ ও ডিটেইল ধরে রাখে নিখুঁতভাবে। নতুন আল্ট্রা এইচডিআর লাইভ ফটো ফিচার আপনার স্মৃতিগুলোকে করে আরও জীবন্ত।

মূল্য ও যেখানে পাওয়া যাবে
বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড সিই৫ ৫জি ফোনটি বিক্রি শুরু হয়েছে গত ১৬ জুলাই থেকে। অফলাইন ও অনলাইন সব মাধ্যমেই পাওয়া যাচ্ছে ফোনটি। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ৩৫,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাচ্ছে মার্বেল মিস্ট ও ব্লাক ইনিফিনিটি এই দুটি রঙে।

ওয়ানপ্লাস-এর সব আনুষ্ঠানিক ফ্ল্যাগশিপ ও ব্র্যান্ড স্টোর, দারাজ, পিকাবু, ও গ্যাজেট এন্ড গিয়ারের -এর অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে। প্রতিটি ওয়ানপ্লাস প্রোডাক্টের সঙ্গে থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *