উদ্যোগ

র‍্যাংগস ইমার্টের আয়োজনে ওএলইডি ফেয়ার

ক.বি.ডেস্ক: পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে র‍্যাংগস ইমার্টে বিশেষ ওএলইডি ফেয়ার আয়োজনে যুক্ত হয়েছে স্যামসাং। ঈদের আনন্দে অনেকেই তাদের হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম আপগ্রেড করতে চান। ওএলইডি টিভি ফেয়ারে সে সুযোগই পাচ্ছেন ক্রেতারা। এ ফেয়ার থেকে প্রমোশনাল অফারে স্যামসাংয়ের গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, শতভাগ কালার ভলিউম ও ক্রিস্টাল-ক্লিয়ার ভিজ্যুয়ালের অত্যাধুনিক ওএলইডি টিভি কিনতে পারবেন। ফেয়ারটি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

সম্প্রতি রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত র‍্যাংগস ইমার্টে বিশেষ ওএলইডি ফেয়ারে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং, ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং প্রোডাক্ট প্ল্যানিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম। র‍্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম, হেড অব প্রোডাক্ট রায়হান আহমেদ এবং হেড অব সেলস গোলাম আজম খান।

ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, র‍্যাংগস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট ওএলইডি টিভি কিনলে সঙ্গে বিনামূল্যে একটি সাউন্ডবার পাবেন ক্রেতারা। এ ছাড়াও, ক্রেতাদের জন্য থাকছে র‍্যাফেল ড্র-তে অংশ নেয়ার সুযোগ। র‍্যাফেল ড্র -এর মাধ্যমে তিনজন ভাগ্যবান গ্র্যান্ড প্রাইজ হিসেবে পাবেন স্যামসাং ৬৫-ইঞ্চি ওএলইডি টিভিসহ দুর্দান্ত সব উপহার!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *