উদ্যোগ

রোবো কিকার্স- ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ-এর ফাইনাল অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: শিশু-কিশোরদের রোবোটিক্স ও ষ্টীম শিক্ষায় অনুপ্রাণিত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প ও ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ রোবটিক্স প্রতিযোগিতা ‘রোবো কিকার্স- ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’। প্রতিযোগিতায় দেশের ৩০টিরও বেশি স্কুল থেকে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৬ থেকে ১০ বছর এবং ১১ থেকে ১৩ বছর ক্যাটাগরিতে প্রায় ৫০ এর অধিক টীম নক-আউট ফরম্যাটে অংশ নেয়।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালেতে সারাদিনব্যাপী জমজমাট প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন। সভাপতিত্ব করেন স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।

৬ থেকে ১০ বছর ক্যাটাগরিতে আগা খান একাডেমি থেকে ২য় রানার্স আপ, রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে টীম স্ট্রলার স্ট্রাইকার, টীম মেম্বার আহমেদ আইদান আবদুল্লাহ এবং আহমেদ আলি আব্দুল্লাহ, টীম স্পিডি সার্কি্‌ টীম মেম্বার আফরাজ রাহগির এবং টীম টেক টাইটান, টীম মেম্বার ইরউইন তানিম।

১১ থেকে ১৩ বছর ক্যাটাগরিতে ২য় রানার্স আপ হয়েছে নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে টীম রোবট রানার্, টীম মেম্বার জারিফ মাহমুদ। রানার্স আপ হয়েছে সাউথ ব্রিজ স্কুল থেকে টীম রোবো কিউব, টীম মেম্বার মিনাল মাহিত চৌধুরী এবং চ্যাম্পিয়ন হয়েছেন টীম নিউরাল নেটওয়ার্ক, টীম মেম্বার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আরশান আরুশ এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে রিশান আহমেদ।

আরিফুল ইসলাম বলেন, “রোবো কিকার্স শিশু-কিশোরদের জন্য একটি যুগান্তকারী ও অনন্য উদ্যোগ। এখানে শুধু প্রতিযোগিতা নয়, বরং হাতে-কলমে শেখার মাধ্যমে তারা প্রযুক্তি, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও দলগত কাজের মূল্যবোধ শিখছে। এ ধরনের কার্যক্রম তাদের আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”

মনির হোসেন বলেন, “আজকের এই আয়োজন আমাদের প্রমাণ করে যে বাংলাদেশের শিশু-কিশোররা সুযোগ পেলে আন্তর্জাতিক মানের উদ্ভাবক হয়ে উঠতে পারে। আমরা সবসময় এ ধরণের শিক্ষা-উদ্যোগের পাশে থাকার চেষ্টা করি এবং এ ধরনের উদ্যোগ আমাদের শিশু-কিশোরদের মেধা বিকাশে সহায়তা করে।”

আরিফুল হাসান অপু বলেন, “রোবো কিকার্স শুধুই একটি প্রতিযোগিতা নয়, এটি শিশুদের জন্য এক নতুন দিগন্ত। এখানে তারা খেলতে খেলতে প্রযুক্তি শিখছে, সৃজনশীলতা আবিষ্কার করছে এবং দলবদ্ধভাবে এগিয়ে যেতে শিখছে। আমাদের লক্ষ্য হলো আগামী প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় অনুপ্রাণিত করা। এজন্য আমরা দেশের প্রতিটি প্রান্তে শিশুদের কাছে পৌঁছে তাদের স্বপ্ন দেখাতে এবং সেই স্বপ্ন পূরণের শক্তি জোগাতে কাজ করছি।”

আয়োজনের সহযোগী পার্টনার ব্র্যাক কুমন লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব, সাইন্টিফ্লাই, এক্সন হোস্ট, লিডসউইন, রোবোডেমি এবং স্টোরি টেলিং পার্টনার এনিগমা টিভি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *