রেপটর লেক পাওয়ার, স্টাইলিশ ডিজাইন- স্লিম ৩আই’তে সবই!

ক.বি.ডেস্ক: শিক্ষা হোক বা অফিসের জরুরি টাস্ক- এখন আর কোনও ঝামেলা নয়! গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের নতুন পাঁচটি মডেল। রেপটর লেক ও রেপটর লেক রিফ্রেশ প্রজন্মের ইন্টেল কোর আই প্রসেসর, ডিডিআর ৫ র্যাম আর মিলিটারি-গ্রেড মানের টেকনোলজি সবই একসঙ্গে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা থেকে শুরু করে অফিসের মিটিং সব কাজ হয়ে ওঠুক সহজ, দ্রুত আর ঝামেলামুক্ত!
এক নজরে সিরিজের মডেলসমূহ: বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো এর বাংলাদেশের অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের ৮৩কে১০০এফ৬এলকে, ৮৩কে০০০৬২এলকে, ৮৩কে৪০০৩টিএলকে, ৮৩কে৪০০৩এলকে এবং ৮৩কে৪০০২এলকে মডেলের ল্যাপটপগুলো বাজারজাত করছে।
আইডিয়াপ্যাড স্লিম ৩আই ৮৩কে১০০এফ৬এলকে
এই ল্যাপটপে রয়েছে ১৫.৩ ইঞ্চি বড় ডিসপ্লে, ইন্টেল কোর আই৫-১৩৪২০ হার্টজ প্রসেসর আর ১৬ জিবি ডিডিআর ৫ র্যাম যা পড়াশোনা, মুভি দেখা ও লাইট মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ।
আইডিয়াপ্যাড স্লিম ৩আই ৮৩কে০০০৬২এলকে
১৪ ইঞ্চির হালকা ল্যাপটপটি (ওজন মাত্র ১.৩৯ কেজি) ক্যাম্পাস, অফিস বা কফি শপ, সহজে নিয়ে যাওয়া যাবে সবখানে!
আইডিয়াপ্যাড স্লিম ৩আই ৮৩কে৪০০৩টিএলকে
রেপটর লেক রিফ্রেশ কোর আই৫ ২১০এইচ প্রসেসর, বাজেট ফ্রেন্ডলি অথচ কাজের পারফর্মার!
আইডিয়াপ্যাড স্লিম ৩আই ৮৩কে৪০০৩এলকে
২৪ জিবি ডিডিআর ৫ র্যাম, ব্যাকলিট কীবোর্ড আর প্রাইভেসি শাটার ক্যামেরা- হাই-টাস্কিং আর সিকিউরিটির জন্য এক কথায় পারফেক্ট!
আইডিয়াপ্যাড স্লিম ৩আই ৮৩কে৪০০২এলকে
রেপটর লেক রিফ্রেশ কোর আই৭ ২৪০এইচ প্রসেসর আর ২৪ জিবি ডিডিআর ৫ র্যাম- পাওয়ার ইউজারদের জন্য একদম প্রিমিয়াম প্যাকেজ!
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের নতুন পাঁচটি মডেলেই থাকছে মিলিটারি-গ্রেড টেস্টেড, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডলবি অডিও, ওয়াই-ফাই ৬ এবং প্রি-ইনস্টলড উইন্ডোজ ১১ হোম। দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ এই নতুন ল্যাপটপগুলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাচ্ছে।