উদ্যোগ

‘রিয়েলমি ৮২৮’ ফ্যান ফেস্টিভ্যালে থাকছে ছাড় ও বিক্রয় পরবর্তী সেবা

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গ্রাহকদের জন্য ‘রিয়েলমি ৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল’ এর আয়োজন করেছে। আজ ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত রিয়েলমি স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংস ক্রয় এবং সার্ভিসিং ও ব্যাটারি পরিবর্তন সেবায় বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার ঘোষণা করেছে।

গ্রাহকরা সারা বাংলাদেশে রিয়েলমি’র সব এক্সক্লুসিভ ও অনুমোদিত সার্ভিস সেন্টারে বিশেষ সেবার সুবিধা ও ছাড় উপভোগ করতে পারবেন। স্পেয়ার পার্টসে ১০% ছাড়, সার্ভিস চার্জে ৫০% ছাড়, রিয়েলমি৮ এর ব্যাটারি রিপ্লেসমেন্ট মাত্র ১০০০ টাকায়, আর সব মডেলের ব্যাটারি পরিবর্তনের অফার মাত্র ১৫৯৯ টাকায় কোনও সার্ভিস চার্জ ছাড়াই (এই অফার নারজো ৫০এ, রিয়েলমি ৭আই, জিটি মাস্টার এবং জিটি নিও ২ মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

এ ছাড়াও রিয়েলমি সার্ভিস সেন্টারের ফেসবুক পেজ (facebook.com/realmeServiceBD) ফলো করলে পেতে পারেন একটি ফ্রি চাবির রিং, আর যেকোনও পার্টস পরিবর্তনে পেতে পারেন একটি ফ্রি মোবাইল স্ট্যান্ড। এই অফারটি প্রযোজ্য হবে ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *