রিয়েলমি ১৫ ও ১৫ প্রো ফাইভজি’র ফার্স্ট সেল শুরু

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ‘রিয়েলমি ১৫ ফাইভজি’ ও ‘রিয়েলমি ১৫ প্রো ফাইভজি‘ মডেল দুটির ফার্স্ট সেল শুরু করেছে। সারা দেশে রিয়েলমির সকল ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেট থেকে ক্রেতারা নতুন এই দুটি মডেল কিনতে পারবেন। ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজটি নেক্সট-জেন এআই-সক্ষম উদ্ভাবনী ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনের।
১৫ প্রো ফাইভজি বা রিয়েলমি ১৫ ফাইভজি প্রি-বুক করা ক্রেতারা ১৬-১৮ অক্টোবর এক্সক্লুসিভ প্রি-বুকিং গিফট বক্সসহ ফোনটি সংগ্রহ করতে পারবেন। বিশেষ এ গিফট বক্সে রয়েছে রিয়েলমি বাডস টি২০০ লাইট, এক্সক্লুসিভ গোল্ড সার্ভিস কার্ড ও একটি রিয়েলমি এক্সক্লুসিভ ওয়াটার বোতল। প্রি-বুক করা ক্রেতারা টপপে’র মাধ্যমে কার্ডবিহীন ইএমআই পেমেন্টের সুবিধার মাধ্যমে ফোনটি কেনার সুযোগ পাচ্ছেন।
রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চি ১৪৪ হার্টজ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে, ফ্রন্ট ও রেয়ার ক্যামেরায় ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং সুবিধা এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯৬ প্রাইমারি লেন্স সহ ট্রিপল ৫০ মেগাপিক্সেল এআই রেয়ার ক্যামেরা সেটআপ।
রিয়েলমি ১৫ ফাইভজির ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লেতে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট সহ ৪কে ভিডিও রেকর্ডিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে।
দুইটি মডেলেই ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। পানি ও ধুলাবালি প্রতিরোধে সর্বোচ্চ মানদণ্ড আইপি৬৯ রেটিং এবং ১৫ প্রো ডিভাইসে দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকটর নিয়ে আসা হয়েছে।
ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) রঙের রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) মূল্য ৫৯,৯৯৯ টাকা। সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম রঙের রিয়েলমি ১৫ ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) মূল্য ৪৪,৯৯৯ টাকা মাত্র। বিস্তারিত: www.realme.com/bd ।