আনুষাঙ্গিক মোবাইল

রিয়েলমি ১২ স্মার্টফোনে মূল্যছাড়

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের রিয়েলমি ১২ স্মার্টফোনে (১৬ জিবি + ২৫৬ জিবি) মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। এই স্মার্টফোনটি এখন মাত্র ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে (আগের মূল্য ২৭,৯৯৯ টাকা)। ক্রেতাদের সাশ্রয় হচ্ছে ৩,০০০ টাকা।

রিয়েলমি ১২ স্মার্টফোনে বেশকিছু অনবদ্য ফিচার নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা-স্মুথ অ্যামোলেড ডিসপ্লে, ২,০০০ নিটস পিক ব্রাইটনেস ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার। এতে রয়েছে ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ডাইনামিক) ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা মাত্র ১৯ মিনিটে ৫০ শতাংশ এবং ৪৭ মিনিটে পুরো চার্জ সম্পন্ন করতে সক্ষম।

গেমিং, ব্রাউজিং ও প্রয়োজনীয় অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন চিপসেট। ফটোগ্রাফিপ্রেমী মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ সনি এলওয়াইটি-৬০০ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফোনটিতে আইপি৫৪ রেটেড ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স এবং ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

রিয়েলমির অনলাইন স্টোর থেকে স্মার্টফোনটি কেনা যাবে। বিস্তারিত: www.realme.com/bd অথবা https://www.facebook.com/realmeBD/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *