উদ্যোগ

রিয়েলমি সি৮৫-এর বিশেষ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন

ক.বি.ডেস্ক: নতুন নিয়ে আসা রিয়েলমি সি৮৫ সিরিজের সক্ষমতাকে তুলে ধরতে বিশেষ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্পোরেট স্থানে হাজারও ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল সি৮৫ সিরিজের বিশেষ ফিচার, যেমন আইপি৬৯ প্রো রেটিং ও উদ্ভাবনী রিভার্স চার্জিং সুবিধাসহ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পর্কে ক্রেতাদের সামনাসামনি সুস্পষ্ট ধারণা প্রদান করা।

অ্যাক্টিভেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে রিয়েলমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজউক উত্তরা মডেল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এনআরএন নিট অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে ডায়নামিক এক্সপেরিয়েন্স জোনের ব্যবস্থা করে।

এক্সপেরিয়েন্স জোনগুলো রিয়েলমি সি৮৫ সিরিজের সীমাবদ্ধতা বিবেচনা করে ডিজাইন করা হয়। এতে আইপি৬৯ প্রো রেটিংয়ের দৃঢ়তা প্রমাণ করতে সি৮৫ সিরিজের স্মার্টফোনগুলোকে নির্দিষ্ট সময় ধরে পানির ট্যাঙ্কের ভেতর ডুবিয়ে রাখা হয়। যেখানে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিকে পোর্টেবল পাওয়ার সোর্স হিসেবে দেখানো হয় এবং একইসঙ্গে, এর রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে পরিচালিত চার্জিং ব্যবস্থা প্রতিদিনের জীবনে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়। এসময় অংশগ্রহণকারীরা ডিভাইসটির ডিউরেবিলিটি হাতে-কলমে পরীক্ষা করে দেখার সুযোগ পান।

রিয়েলমির এই ক্যাম্পেইনটি কেবল প্রযুক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং, বিভিন্ন গেমস ও ইন্টারেক্টিভ অ্যাকটিভিটির মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে ব্র্যান্ডটি। পুরো আয়োজনে অংশগ্রহণকারীদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ক্যাম্পেইনটিতে ৮ হাজার ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে আকর্ষণীয় উপহার ও পুরস্কার জিতে নেন ১ হাজার ৬৮০ জনের বেশি মানুষ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *