রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখার সুযোগ পেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
ক.বি.ডেস্ক: রিয়েলমির সর্বশেষ ডিভাইস সি৭৫ নিয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। স্থায়িত্ব ও পানিরোধী পারফরমেন্সের অভিজ্ঞতা সরাসরি দেখানোর মাধ্যমে ডিভাইসটির সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করে রিয়েলমি। ডিভাইসটির ব্যতিক্রমী এই পারফরমেন্স দেখে সি৭৫ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা আইপি৬৯ উন্নত পানিরোধী প্রযুক্তির মাধ্যমে রিয়েলমি সি৭৫-এর স্থায়িত্ব ও কার্যক্ষমতা সরাসরি দেখার সুযোগ পেয়েছে।
আয়োজনে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে ‘বোলিং উইথ আ স্প্ল্যাশ’, যেখানে শিক্ষার্থীরা বোলিং বল হিসেবে রিয়েলমি সি৭৫ ব্যবহার করে পিনগুলো পানির জারে ঠেলে দেয়। এর মাধ্যমে ডিভাইসটির আঘাত প্রতিরোধ ও পানিরোধ করার সক্ষমতা পরীক্ষা করে দেখার সুযোগ পায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছে ফেলানো আরেকটি এক্টিভিটি ছিল ‘আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জ’। এর মাধ্যমে শিক্ষার্থীদের পানির নিচেও ডিভাইসটির ত্রুটিহীন পারফরম্যান্স দেখতে পেয়েছে। এমনকি পানিতে নিমজ্জিত অবস্থায় এই ফোন দিয়ে ভিডিও গেমসও খেলেছে শিক্ষার্থীরা।
ক্যাম্পাসগুলোতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা রিয়েলমি সি৭৫ ডিভাইসটিকে ‘হ্যামার ফোন’ নাম স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে তারা ডিভাইসটির স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার প্রশংসা করেছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দুদিনের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন এক্টিভিটিতে অংশ নেয় এবং ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী গেমসগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য রিয়েলমির পক্ষ থেকে উপহার পেয়েছে।
ক্যাম্পেইনটি আগামীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন মজাদার ও উদ্ভাবনী প্রদর্শনীর মাধ্যমে আরও হাজার হাজার শিক্ষার্থীর মাঝে রিয়েলমি তার স্থায়িত্ব এবং নতুনত্বের বার্তা ছড়িয়ে দিতে চায়।