রিভো এ১২-এস ক্রয়ে থাকছে ব্যাংকক ভ্রমণের সুযোগ

ক.বি.ডেস্ক: দেশের বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ চালু করেছে ‘রিভো এ১২-এস উইন ব্যাংকক’ শীর্ষক ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ক্রেতারা রিভোর প্রিমিয়াম মডেল এ১২-এস ক্রয়ে পাচ্ছেন চার দিনের ব্যাংকক ভ্রমণের সুযোগ। এই ক্যাম্পেইনটি চলবে পুরো আগস্ট মাসজুড়ে। মাসের শেষে লটারি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত হবেন তিনজন ভাগ্যবান বিজয়ী। প্রথম পুরস্কার বিজয়ীর জন্য থাকছে ব্যাংককে তিন রাত চার দিনের কাপল ট্রিপের সুযোগ। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে রিভো এ১১। তৃতীয় পুরস্কার বিজয়ীর জন্য থাকছে রিভো এ১০।
লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগের বাইরেও রিভো এ১২-এস ক্রয়ে ক্রেতাদের জন্য থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিসের জন্য ৩ হাজার টাকার অতিরিক্ত কুপন। কুপনটি ব্যবহার করা যাবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলে, বাইকের রক্ষণাবেক্ষণ হবে দুশ্চিন্তামুক্ত এবং মান নিশ্চিতে করতে হবে না অতিরিক্ত খরচ।
‘রিভো এ১২-এস’ বৈদ্যুতিক এ বাইকটিতে অত্যাধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রাজধানীর ব্যস্ত রাস্তায় কিংবা শহুরে রাস্তায় সব জায়গাতেই নির্ভরযোগ্য সেবা দিবে রিভোর এ বৈদ্যুতিক বাইক, যা একইসঙ্গে মূল্যেও সাশ্রয়ী। ১০০০ ওয়াট মোটর এবং ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি দিয়ে চলে এটি, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার এবং একবার চার্জে বাইকটি নির্বিঘ্নে চলবে ৮৫ থেকে ৯৫ কিলোমিটার। বাইকে সুরক্ষা নিশ্চিতে রয়েছে ডিস্ক-ড্রাম ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার, অন-বোন ফ্রেম; পাশাপাশি আছে ডিজিটাল ওডোমিটার, এলইডি লাইটিং, সিঙ্গল-পিস সিট ও আরামদায়ক ব্যাকরেস্ট।