রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন

ক.বি.ডেস্ক: উত্তরাঞ্চলে গ্রাহকসেবা আরও সুসংহত করতে সম্প্রতি রাজশাহীর আলুপট্টি সংলগ্ন এলাকায় একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। রাজশাহীর গৌরব, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে নতুন জিপিসির নকশায় সংযোজিত হয়েছে রেশম গুটি ও মাটির ঘরে আঁকা লোকশিল্পের নকশা। ঐতিহ্য ও আধুনিকতার এ সমন্বয় নিশ্চিত করবে অনন্য গ্রাহক অভিজ্ঞতা।
টেকসই উন্নয়নে গ্রামীণফোনের এই সেন্টারটির গ্রাহক সেবা হবে সম্পূর্ণ কাগজবিহীন। এখানে থাকবে সর্বাধুনিক ডিজিটাল সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মীবৃন্দ যারা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবেন। এখানে সিম প্রতিস্থাপন, নতুন সিম চালু, মালিকানা হস্তান্তর, রোমিং সুবিধা, হ্যান্ডসেট, রাউটার এবং জিপি আইওটি সলিউশন সহ বিস্তৃত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এ ছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী থাকবে বিশেষ প্রমোশন, পরীক্ষামূলক ক্যাম্পেইন ও মৌসুমী অফার। সব মিলিয়ে এক ছাতার নিচেই থাকছে সুবিধা, সংস্কৃতি ও সংযোগের এক অনন্য সমন্বয়।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান নতুন জিপিসিটি উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ, গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।