আনুষাঙ্গিক মোবাইল

‘রবি ওয়াইফাই’ ক্রয়ে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ

ক.বি.ডেস্ক: রবি ওয়াইফাই’র নতুন সংযোগের সঙ্গে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। ক্যাম্পেইনের আওতায় রবি ওয়াইফাই সংযোগ ক্রয়ে ইন্সটল এবং এক মাসের রিচার্জ করে প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজারের ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নতুন সংযোগ ক্রয়ে রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন গ্রাহকরা। এরপর রিচার্জ ক্রম অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হবে। মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি এয়ার টিকিট এবং ২০টি রবিশপের ভাউচারসহ মোট ৪০টি পুরষ্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনের বিস্তারিত: robiwifi.robi.com.bd

বিজয়ীদের এসএমএস ও ফোন কলে সরাসরি জানানো হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে রবি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বরটি দেখাতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *