উদ্যোগ

রবির সুপার রবিবারে জিতে নিন আইফোন ১৭

ক.বি.ডেস্ক: রবি আজিয়াটা আবারও নিয়ে এসেছে সুপার রবিবারে আইফোন জেতার আকর্ষণীয় অফার। এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন ‘সুপার রবিবার আইফোন ১৭’। মাত্র ১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিতে নিতে পারেন নতুন আইফোন ১৭। সুপার রবিবার হলো রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রবিবার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে গ্রাহকরা রবি থেকে পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ।

গত রবিবার (১২ অক্টোবর) এই বছরের ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইনে মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ থানার মো. রাকিব গাজী।

চলতি মাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইন, যা রবি ব্যবহারকারীদের জন্য দিচ্ছে এই বিশেষ সুযোগ। আগামী ১৯ অক্টোবর (রবিবার) ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা পেতে পারেন একদম নতুন একটি আইফোন ১৭ জেতার সুযোগ।

এই অফারে অংশ নিতে ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ, এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্টসহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ করতে হবে। বিস্তারিত: www.robi.com.bd/en/super-sunday

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *