উদ্যোগ

রবি’র সঙ্গে এপেক্স ফুটওয়্যারের কৌশলগত অংশীদারিত্ব

ক.বি.ডেস্ক: রবি আজিয়াটার প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট-কে আরও শক্তিশালী করতে বাংলাদেশের ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে রবি এলিট সদস্যরা এখন এপেক্সের নতুন কালেকশনে বিশেষ ছাড়, এক্সক্লুসিভ ও পার্সোনালাইজড শপিং সুবিধা পাবেন। এ ছাড়াও, থাকছে ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম ইন-স্টোর শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকের সুবিধা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে।

সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সলিউশন্স) মানিক লাল দাস, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবীর, ডেপুটি ম্যানেজার (সিআরএম) মো. তারিকুর রহমান।

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *