রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা হামজা চৌধুরী
ক.বি.ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে ওঠে আসা প্রতিভাবান একজন মিডফিল্ডার। ২০১৭ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার। তিনি লেস্টার সিটির এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীতে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, হামজা চৌধুরী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।
হামজা চৌধুরীই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। চলতি বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে দল এবং দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ার কাউন্টিতে জন্ম নেয়া হামজার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে।
জিয়াদ সাতারা বলেন, “বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল ভাবনাও তাই- আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”
হামজা চৌধুরী বলেন,“রবি শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক। ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার নিজের জীবনের যাত্রাকেও প্রতিফলিত করে, যেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব আমার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।”





