আনুষাঙ্গিক মোবাইল

যমুনা ফিউচার পার্কে চালু হলো স্মার্ট ষ্টোর ‘আইটেল হোম’

ক.বি.ডেস্ক: শুরু হোক নতুন স্মার্ট লাইফস্টাইল যেখানে স্মার্টফোন, এক্সেসরিজ ও হোম অ্যাপ্লায়েন্স, সব একসঙ্গে একই ছাদের নিচে সহজলভ্য। স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল যমুনা ফিউচার পার্কে চালু করল ‘আইটেল হোম’। যেখানে ব্র্যান্ডটি শুধু স্মার্টফোন ও ফিচার ফোনেই সীমাবদ্ধ না থেকে সম্পূর্ণ স্মার্ট লাইফ ইকোসিস্টেম গড়ে তুলছে আধুনিক গৃহস্থালির জন্য।

নতুন ‘আইটেল হোম’ স্মার্ট লাইফের আধুনিক গন্তব্য যেখানে প্রযুক্তি, নকশা ও সুবিধা সব একসঙ্গে পাওয়া যাবে। স্মার্টফোন ছাড়াও পাওয়া যাবে নানা ধরনের স্মার্ট এক্সেসরিজ, গৃহস্থালি ও রান্নাঘরের যন্ত্রপাতি- এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার, কেটলি, ট্রিমার, শেভার, সোলার ফ্যান ও স্মার্ট লাইট। এ ছাড়াও রয়েছে টিডব্লিওএস ইয়ারবাড, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক ও চার্জিং এক্সেসরিজ। যেখানে আইটেল এর সকল পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে।

সম্প্রতি যমুনা ফিউচার পার্কের এই স্মার্ট ষ্টোর ‘আইটেল হোম’ উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম। এ সময় উপস্থিত ছিলেন আইটেল বাংলাদেশের প্রধান শফিউল আলম সহ আইটেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শফিউল আলম বলেন, “গত ১০ বছর ধরে আইটেল বাংলাদেশে ফিচার ফোন ও স্মার্টফোনের মাধ্যমে কাজ করে আসছে। এখন আমরা গ্রাহকদের জন্য নতুনত্ব আনতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছি। আমরা আশাবাদী, বাংলাদেশের মানুষের কাছে আমরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা পৌঁছে দিতে পারব।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *