আনুষাঙ্গিক মোবাইল

মোমো কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই কিনুন ভিভো ওয়াই৪০০

ক.বি.ডেস্ক: ক্রেডিট কার্ডের কোনোরকম ঝামেলা ছাড়াই, সহজেই মোমো কিস্তিতে ভিভো ওয়াই৪০০ কেনার সুযোগ দিচ্ছে ভিভো। ৩ থেকে ৬ মাস মেয়াদি এই কিস্তিতে ফোনের ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ইএমআই সুবিধায় ক্রেতারা সহজেই ফোনটি কিনতে পারবেন। সাশ্রয়ী কিস্তি এবং আধুনিক ফিচারের সমন্বয়ে ভিভো ওয়াই৪০০ হাতে পাওয়া এখন আরও সহজ।

আন্ডারওয়াটার ফটোগ্রাফি সম্পন্ন ভিভো ওয়াই৪০০ এ থাকছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংস। ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন স্টোরেজ অপশনে। ৮ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা। সঙ্গে থাকছে ৮ জিবি র‍্যাম এক্সটেন্ড করার অপশন। ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট দুটি ভিন্ন এবং ইউনিক কালার অপশনে পাওয়া যাচ্ছে ফোনটি।

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনটিতে রয়েছে ফান টাচ ওএস১৫ ভার্সন, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। দীর্ঘস্থায়ী ব্যাটারি প্রযুক্তির ফলে ৪ বছর পরও ব্যাটারির ক্ষমতা থাকবে প্রায় ৮০% অক্ষত। মাত্র ৭.৯ মিমি পাতলা ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইন, আল্ট্রা স্লিম বেজেল এর ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের ফোনটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *