সাম্প্রতিক সংবাদ

মেটা বিজনেস কার্যক্রমে রোর গ্লোবাল স্থানীয় মুদ্রায় বিলিং সেবা চালু করেছে

ক.বি.ডেস্ক: স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষমতায়নে রোর গ্লোবাল স্থানীয় মুদ্রায় (টাকা) বিলিং সেবা চালু করেছে। এর ফলে আর্থিক প্রক্রিয়াকে সব বিজ্ঞাপনদাতারাই এখন আরও সহজে মেটা বিজ্ঞাপন সেবা গ্রহণ করতে পারবেন এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনাকে সহজ করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকেরা কৌশলগত দিক-নির্দেশনা ও প্ল্যাটফর্মের বিভিন্ন ইনসাইটসহ মেটা থেকে সরাসরি গ্রাহক সেবা উপভোগ করতে পারেন।

দেশের মেটা ম্যানেজড পার্টনার রোর গ্লোবাল বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের ডিজিটাল প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রোর গ্লোবালের বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান রোর বাংলার মাধ্যমে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উপযোগী বিশেষায়িত মেটার বিজ্ঞাপন সেবা ও সমাধান প্রদান করে আসছে। মেটার এপিএসি টিমের সঙ্গে বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এসব সেবা প্রদান করে আসছে রোর গ্লোবাল।

এ প্রসঙ্গে রোর গ্লোবালের চিফ মার্কেটিং অফিসার উমায়ের ওয়ালিদ বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মেটার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। স্থানীয় মুদ্রায় (টাকা) বিলিং সুবিধা চালু করা এবং আমাদের কারিগরি ও কৌশলগত সেবা বাড়ানোর মাধ্যমে আমরা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যান্ডের প্রবৃদ্ধি ও লক্ষ্যভিত্তিক গ্রাহকের কাছে পৌঁছানোর কাজকে আগের যেকোনও সময়ের চেয়ে সহজ করেছি।”

রোয়ার গ্লোবাল বাংলাদেশের বিভিন্ন বড় এজেন্সি ও শিল্পখাতের অংশীদারদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এই সমন্বিত উদ্যোগ আরও বেশি ব্যবসায়ীর জন্য উচ্চমানের সহায়তা, উন্নত বিজ্ঞাপন সরঞ্জাম এবং উদ্ভাবনী কৌশল প্রয়োগের সুযোগ তৈরি করছে, যা একটি ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *