মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফট এর ‘ডিএলওএস’ সফটওয়্যার চালু
ক.বি.ডেস্ক: দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এ চালু হলো ডিজিটাল লোন অরিজিনেশন সলিউশন (ডিএলওএস) সফটওয়্যার। নতুন এই ‘ডিএলওএস’ সফটওয়্যার ব্যাংকের ঋণ প্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও স্বচ্ছ করে তুলবে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সলিউশন ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিএলওএস’ প্রকল্পের কার্যক্রমের সূচনা করা হয়। এই অত্যাধুনিক প্রযুক্তি সেবা মিডল্যান্ড ব্যাংককে প্রদান করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ-জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, আন্তর্জাতিক ও এনআরবি বিভাগের প্রধান খোন্দকার তৌফিক হোসেন, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আকতার। ইউনিসফট সিস্টেমসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবু হেনা মুহাম্মদ মুস্তফা জামান।





