উদ্যোগ

মাস্টারকার্ড’র চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

ক.বি.ডেস্ক: কার্ড ইস্যুয়িং এবং অ্যাকুয়্যারিং সেগমেন্টে অসাধারণ ব্যবসায়িক সাফল্য ও ইনোভেশনের জন্য, এই বছর মাস্টারকার্ড থেকে চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ – লিডিং বাই রেজিলিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানে ক্রেডিট বিজনেস (ডমেস্টিক); ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল); কন্ট্যাক্টলেস ইস্যুয়িং এবং কন্ট্যাক্টলেস পিওএস অ্যাকুয়্যারিং শ্রেণিতে পুরস্কার অর্জন করে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ – লিডিং বাই রেজিলিয়েন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহীয়ুল ইসলাম এবং মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার, সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়াও ব্যাংক, ফিনটেক, মার্চেন্ট এবং বিভিন্ন শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এ অনুষ্ঠানে অংশ নেন।

সেলিম আর এফ হোসেন বলেন, “ আমাদের আকর্ষণীয় কার্ড অফার এবং সুবিস্তৃত অ্যাকুয়্যারিং, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে, যা আমাদের মার্কেট শেয়ার আরও জোরদার করছে। আমরা গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসায়িক ধারা বজায় রাখতে নতুন নতুন উদ্ভাবনী সেবা দিতে থাকবো। আমাদের পণ্যের প্রতি বিশ্বাস রাখার জন্য এবং আমাদের সেবাদানের সুযোগ করে দেওয়ার জন্য আমরা গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *