মাল্টিপ্ল্যানে ‘এক্সবিট টেকনোলজিস’র নবযাত্রা
ক.বি.ডেস্ক: গত ১০ জুন ঢাকার এলিফ্যান্ট রোডস্থ দেশের বৃহত্তম আইসিটি পণ্যের বাজার মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টারের ১০ম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করে আইসিটি পণ্য আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সবিট টেকনোলজিস লিমিটেড।
এক্সবিট টেকনোলজিস লিমিটেডের উন্মোচন এবং ফিতা কেটে উদ্বোধন করেন মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান। এ সময় উপস্থিত বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সহসভাপতি মো. জাবেদুর রহমান, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালক রাশেদ আলি ভূঁইয়া, বিসিএসের সাবেক সভাপতি ইজ্ঞিনিয়ার সুব্রত সরকার, এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যান সমিতির (ইসিএস) সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান, এক্সবিট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকরামুল গনি, বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
কাজী ইকরামুল গনি বলেন, এক্সবিট টেকনোলজিস নতুন ভাবে যাত্রা করছে। প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করেছে এবং অসুবিধাগুলো দূর করছে। আমরা আইসিটি পণ্যগুলোর জন্য ওয়ান স্টপ সমাধানের চেষ্টা করছি। ক্রেতাদের বিশ্ব বাজারের সর্বশেষ এবং সরবাধুনিক প্রযুক্তির আইসিটি পণ্য সরবরাহ করার চেষ্টা করছি। বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্যের সমাহার নিয়ে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করছি। ওয়ারেন্টি এবং সার্ভিস সম্বলিত আইসিটি পণ্যসমুহ পাওয়া যাবে এখানে। যে কোনও প্রতিষ্ঠানের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হচ্ছে বিক্রয় পরবর্তী সেবা, যা গ্রাহকের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। ভাল মানের গ্রাহক সেবাতে বিশ্বাস করে যা আপনার ক্রয়ের পদ্ধতিটি সহজ করে দেয় এবং আপনাকে বিক্রয়োত্তর সুবিধা প্রদান করে। গ্রাহকদের সঙ্গে আজীবন সম্পর্ক রাখা আমাদের মূলনীতি
এক্সবিট টেকনোলজিস লিমিটেড, মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টার, লেভেল-১০, দোকান নং- ১০৫১-৫২, ফোন: ০১৭১১২৬৬৪০০, ওয়েব: https://www.xbit.com.bd/, ই-মেইল: info@xbit.com.bd