সাম্প্রতিক সংবাদ

মালয়েশিয়ায় ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন

ক.বি.ডেস্ক: মালয়েশিয়া থেকে সহজে, দ্রুততম সময়ে, নিরাপদে ও বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। অ্যাপটির মাধ্যমে অগ্রণী ব্যাংকসহ বাংলাদেশের যে কোনো ব্যাংকে, বিকাশে ও নগদে রেমিট্যান্স প্রেরণ করা যাবে। আগামী জুনের প্রথম সপ্তাহে গ্রাহকদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে।

গতকাল মঙ্গলবার (৬ মে) মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচডি’র উদ্যোগে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেন প্রধান অতিথি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তাগীর, কনস্যুলার (লেবার) সৈয়দ শরিফুর ইসলাম, মিনিস্টার (পলিটিকাল) মোসাম্মত শাহানারা মনিকা, অগ্রণী রেমিট্যান্স হাউজ মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদ, ডটলাইনস’র নির্বাহী পরিচালক তারেক উদ্দিনসহ উভয় দেশের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *