উদ্যোগ

মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ও লোটো’র অফার

ক.বি.ডেস্ক: এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড’র (লোটো) সঙ্গে যৌথ উদ্যোগে একটি উদ্ভাবনী কাস্টমার রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে গ্রামীণফোন। এই প্রথমবারের মতো ডিজিটাল সুবিধার পাশাপাশি কেনাকাটায় এমন অফার চালু করেছে অপারেটরটি। এর আওতায় মাই জিপি অ্যাপের মাধ্যমে ডেটা ও কম্বো প্যাক কিনে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

মাইজিপি অ্যাপের মাধ্যমে ২শ’ টাকা বা এর বেশি মূল্যের ডেটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫শ’ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫শ’ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫শ’ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপ’র নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি।

গ্রাহকরা এই আকর্ষণীয় অফারের সুযোগ গ্রহণ করতে পারেন এবং উপভোগ করতে পারেন গ্রামীণফোনের অনন্য সুবিধা। অফারটি সম্পর্কে আরও জানতে মাইজিপি অ্যাপ অথবা নিকটস্থ লোটো ফ্ল্যাগশিপ আউটলেট ভিজিট করতে পারেন গ্রাহকরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *