উদ্যোগ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডিআইইউ’র শ্রদ্ধা নিবেদন

ক.বি.ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিএসএ)-এর কর্মকর্তা চন্দন হালদার,, ব্র্যান্ডিং ও যোগাযোগ অফিসের কর্মকর্তা মোকাব্বির আলম সানি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

স্মৃতি সৌধে শ্রদ্বা জানানো শেষে বিকাল ৪টা থেেক বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে ডিআইইউর নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটিকে উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। এসময় ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বর্ণিল সাজে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়।

সন্ধ্যায় লাল-সবুজের মোহনীয় আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস উদ্ভাসিত হয়ে উঠে। জাতীয় সঙ্গীত ও বিজয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। দেশাত্মবোধক গান, নাচ, নাটকের মাধ্যমে দেশের সূর্যসন্তানদের আত্মত্যাগে যে বিজয় দিবস আমরা পেয়েছি, তার যথাযোগ্য পালন হয়। এই আয়োজনের মাধ্যমে ডিআইইউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় মূল্যবোধ জাগ্রত রাখতে অঙ্গীকারবদ্ধ ভূমিকা পালন করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *