সাম্প্রতিক সংবাদ

ভ্যাট প্রত্যাহার করা হলো টেলিফোন এবং ইন্টারনেট সেবায়

ক.বি.ডেস্ক: দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বির্নিমান এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের এসও১২.১০ অনুযায়ী, প্রদত্ত সেবার ক্ষেত্রে ২০ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক এবং সেবার কোড এসও১২.১৪ এর বিপরীতে ইন্টারনেট সংস্থা (আইএসপি) আরোপিত সকল সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেয়া হলো। জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর ২৩ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টকটাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করেছিল এনবিআর। এখন তা কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইভাবে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন ও আইএসপি সেবার ওপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বাড়বে না।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ অনুচ্ছেদ ৩(গ)-তে উল্লেখিত সেবা কোড এসও১২.১০ ও এসও১২.১৪ এর মূসকের (ভ্যাট) হার বৃদ্ধি করে যথাক্রমে টেলিফোন সেবায় ২৩ শতাংশ এবং ইন্টারনেট সেবায় ১০ শতাংশে উন্নিত করে প্রজ্ঞাপন জারি করে।

মোবাইল ফোন ও আইএসপি সেবার ওপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক করায় পরবর্তীতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনা করে বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার ও সম্পূরক শুল্কের হার হ্রাস করে চারটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে সম্পূরক শুল্ক আরোপ করায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসেসিয়েশন, এফবিসিসিআই, বেসিস, আইএসপিএবি, টিপ্যাপ এই সেবাকে নাগরিক মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভূক্তির দাবি জনিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একইসঙ্গে এর ওপর ভ্যাট-ট্যাক্স আরোপে মনোনিবেশ না করে সুলভে সকল নাগরিকের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *